শরিফুল ইসলাম ভূঁইয়া,রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক ” জনাব তারেক রহমানে এর নির্দেশে বন্যার্তদের মাঝে খাদ্যপ্রাণ সামগ্রী বিতরণ
প্রধান অতিথি: আব্দুল মোনায়েদ মুন্না সভাপতি, বাংলাদেশ জাতীয়বাদী যুবদল।
বিশেষ অতিথি :রেজাউল করি পল
সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী যুবদল।
সভাপতি রেজাউল করিম লিটন, আহবায়ক লক্ষ্মীপুর জেলা যুবদল
সঞ্চালনায়: আবদুল হালিম হুমায়ন, সদস্য সচিব, লক্ষ্মীপুর জেলা যুবদল।
সৈয়দ রশিদুল হাসান লিংকন সিনিয়র যুগ্ন আহবায়ক লক্ষ্মীপুর জেলা যুবদল।
আয়োজনে :লক্ষ্মীপুর জেলা যুবদল, অনুষ্ঠান শুরু হয় দুপুর তিন ঘটিকা সময় স্থান রামগঞ্জ পৌরসভা সামনে এখানে আসেন বিএনপি’র যুবদলের ১ নং কাঞ্চনপুর ইউনিয়ন দুই ২ নং নোয়াগাঁ ইউনিয়ন ৩ নং বাহাদুর ইউনিয়ন ৪ নং ইছাপুর ইউনিয়ান ৫ নং চন্ডিপুর ইউনিয়ন ৬ নং লামচর ইউনিয়নের ৭নং দরবেশপুর ৮ নং কার পাড়া ৯ নং ভোলা কোট ১০ নং ভাটরা এবং রামগঞ্জ পৌরসভার ৯টা ওয়াট ১নং সোনাপুরে ওয়ার্ড ২ নং বাস ঘর ৩নং রতনপুর ৪নং কলসমা ৫নং নন্দনপুর ৬ নং কাজের খীল ৭ নং পশ্চিম আংগার পাড়া ৮নং টামটা ৯নং মধ্য আঙ্গারপাড়া প্রতিটা ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে এসে অনুষ্ঠানে উপস্থিত হয়।