মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন

কালিয়াকৈরে যৌথ বাহিনীর অভিযানে তিনজন গ্রেফতার, গাঁজা উদ্ধার

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা খাড়াজোড়া এলাকায় রোববার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ফুটপাতে একটি খাবার হোটেলে অভিযান চালিয়ে নারীসহ তিনজন কে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।পরে গ্রেফতারকৃতদের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার গুলপুকুর গ্রামের বুলু শেখের স্ত্রী অজিদা বেগম (৩৭), যশোরের মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের আকসেদ আলীর ছেলে আরিফুল ইসলাম (২৩), ও গাইবান্ধা সদর উপজেলার টুটপাড়া গ্রামের সামসুল হক এর ছেলে শামীম মিয়া(২৫) ।
পুলিশ সূত্র জানায় রোববার সকাল ১১ টার দিকে উপজেলার চন্দ্রা খাড়া জোড়া এলাকায় ঢাকার টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি খাবার হোটেলে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী । সময় গাঁজা সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ হস্তান্তর করেন যৌথ বাহিনীর সদস্যরা।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ। তিনি আরো জানান গ্রেফতারকৃতদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করার জন্য প্রস্তুতি চলছে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ