মুশতাক আহমেদ,
পবিপ্রবি প্রতিনিধি :
আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃষি গুচ্ছের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি ) প্রশাসন। শুক্রবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার পরীক্ষার্থীদের ক্যাম্পাসে পৌঁছাতে সহায়তার জন্য দুইটি রুটে বাস চলবে। পরীক্ষার আগে সকাল ১০:৩০ ও দুপুর ১২ টার দিকে লেবুখালি বাইপাস ও পটুয়াখালী থেকে বাসগুলো ছাড়বে।
উল্লেখ্য, কৃষি গুচ্ছের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।