শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে এক মাসে দুই খুনের ঘটনা ঘটে

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)।
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক মাসের মধ্যেই দুই খুনের ঘটনা ঘটে। সীতাকুণ্ড উপজেলায় মো: নাসির উদ্দিন (৪৫) নামে এক কৃষকদলের নেতাকে মুখোশধারী একদল সন্ত্রাসী নিজ বাড়ির সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে।

গত বুধবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বাড়বকুণ্ড রহমত নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন সীতাকুণ্ড উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

নিহতের ভাই আজাদ হোসেন জানান, বাসায় ইফতার করে মোটরসাইকেলযোগে পাশের গরুর খামারে যাচ্ছিলেন তিনি। কিছুদূর যাওয়ার পর একদল মুখোশধারী দুর্বৃত্ত তাকে গাড়িতে থাকাবস্থায় ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করে। এতে তার ঘাড় প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল বলেন, ‘পালিয়ে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই কাজ করেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’

অপর দিকে ১৬ দিনের মাথায় একই উপজেলার মুরাদপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড গোপ্তাখালী এলাকায় মো: মুসলিম উদ্দীন (৪০) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৫ টার সময় মুরাদপুর ইউনিয়ন গোপ্তাখালী বেড়িবাঁধ এলাকায় এই হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত মুসলিম উদ্দীন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তিনি গোপ্তাখালী এলাকার আবু তাহেরের ছেলে।

এলাকাবাসী থেকে জানা যায়,বেড়িবাঁধ এলাকায় রক্তাত্ব অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায় মুসলিম ।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, নিহতের বাবা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। রাজনৈতিক শক্তি ব্যবহার করে সে পূর্বে থেকেই সে এলাকায় জমি দখল, মাদক সেবন, জোর করে মানুষের জমি দখল করে নিঃশ্ব করে ফেলতো। তার এসব অপকর্মের জের ধরেই খুন হয়েছে বলে ধারণা করা হয় ।

এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনর্চাজ মজিবুর রহমান বলেন, নাসির উদ্দিন হত্যা কাণ্ডে এই পযন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মুসলিম উদ্দিন হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটিমাত্র টিম পাঠানো হয়েছে।কে বা কারা এই ঘটনার সাথে জড়িত আছে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ