মো:সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর: গাজায় ফিলিস্তিনি জনগণের উপর চলমান বর্বরোচিত ও নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীস-এর উদ্যোগে একটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, জুমার নামাজের পর দিনাজপুর শহরের কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ইসরাইলি বাহিনীর বর্বর হামলার তীব্র নিন্দা জানান এবং বলেন, “ফিলিস্তিনে নারী-শিশু সহ হাজার হাজার নিরীহ মুসলিম নাগরিক নিষ্ঠুরভাবে হত্যার শিকার হচ্ছেন। লক্ষাধিক ঘরবাড়ি, এমনকি হাসপাতালগুলো পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছে গাজাবাসী।”
তারা আরও বলেন, “আজ গাজার শিশু-কিশোররা পিতৃ-মাতৃহীন, অগণিত নারী আজ বিধবা। খাদ্যের অভাব, নিরাপত্তাহীনতা ও চিকিৎসাহীনতায় দিন কাটছে সেখানে। অথচ বিশ্ব বিবেক আজ নিরব, জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা কেবল বিবৃতি আর সংবাদ সম্মেলনেই সীমাবদ্ধ।”
সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীস-এর সভাপতি মাওলানা মো. আব্দুল জলিল আল-মাদানী। এছাড়াও উপস্থিত ছিলেন জমঈয়তে শুব্বানে আহলে হাদীস-এর সহ-সভাপতি হাফেজ রাশিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।