1. admin@alorbangladesh.com : Alor Bangladesh : Dainnik alor Bangladesh
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সভায় যশোর জেলা পরিষদের প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন সীতাকুণ্ডে ‘ইসকন’ নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বাগেরহাটে নিরাপদ সড়ক চাইএর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫ বাগেরহাটে বাজারের ব্যাগে রাখা এক নবজাতক উদ্ধার বাগেরহাট পৌরসভার ২২৭ কর্মচারীর ছয় মাস বেতন বন্ধ, সড়ক অবরোধ বিক্ষোভ সীতাকুণ্ডে মাদক বিরোধী জনসচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির শিক্ষা সামগ্রী বিতরণ বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ মাংলা বন্দরের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বসুন্ধরা গ্রুপের টগিশিপিং অ্যান্ড লজিস্টিকস এবং মাল্টি ট্রেডিং লিমিটেডকে সন্মাননা প্রদান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করণের লক্ষ্যে স্মারকলিপি এবং অবস্থান কর্মসূচী

শেখ সুমন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

শেখ সুমন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

দৈনিক মজুরি ও চুক্তি ভিত্তিক নিয়োজিত সকল অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন(নাসিক) বরাবর স্মারকলিপি প্রদান এবং অবস্থান কর্মসূচী পালন করেন নাসিক কর্মচারী বৃন্দ।গতকাল ২৫ আগষ্ট (রবিবার) দুপুর ১২ টার সময় সিটি করপোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দীর্ঘদিন যাবৎ অস্থায়ী চাকুরীজীবিরা চাকুরী স্থায়ী করণের লক্ষ্যে বিভিন্ন সময়ে,বিভিন্ন সভায় কাউন্সিলরদের শরণাপন্ন হয়েছিলেন।তদ্রূপ কাউন্সিলররাও তাদের চাকুরী স্থায়ী করণে একাত্মতা জানিয়েছেন।কিন্তু আজ অবধি তাদের চাকুরী স্থায়ী করণ হয়নি।অনেক শ্রমিক কর্মচারী ২০-২৫ বছর যাবৎ কর্মরত।অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, অস্থায়ী থেকেই চাকরি থেকে অবসরে যাওয়ার ঘটনাও ঘটেছে। চাকরি স্থায়ী না হওয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন, এটা বেশ অমানবিক। তাই তাদের চাকরি স্থায়ী করা জরুরি।

আজ রবিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাহী কর্মকর্তা এই আশ্বাস দেন যে, দৈনিক মজুরী ও চুক্তিভিত্তিক কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্মারকলিপি আমরা হাতে পেয়েছি। বিষয়টি মন্ত্রণালয়ে উপস্থাপন করা হবে। আগামী কিছুদিন সময় লাগতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, অস্থায়ী কর্মচারীরা জড়ো হয়ে বিভিন্ন কক্ষে গিয়ে স্বাক্ষর সংগ্রহ এবং লিফলেট বিতরণ করছেন।বিভিন্ন কক্ষের দেয়ালেও লিফলেট সাঁটাতে দেখা গেছে।আন্দোলনে নেতৃত্ব দেয়া সমন্বয়করা জানান, দুই এক বছরের মধ্যে স্থায়ী নিয়োগ প্রাপ্তদের একটি উল্লেখযোগ্য অংশ অবসরে চলে যাবে। এতে সেবামূলক কাজে ব্যাপক ঘাটতি সৃষ্টি হবে।

এন সি সি বিভাগ /শাখায় দৈনিক মজুরি ও চুক্তি ভিত্তিক নিয়োজিত সকল অস্থায়ী কর্মচারীদের মধ্যে থেকে শিক্ষাগত যোগ্যতা, জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতার ভিত্তিতে স্থায়ীকরণের দাবী সংবলিত একটি স্মারক লিপি জমা দিয়েছেন তিন অঞ্চলের (নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, কদমরসুল) প্রায় সহস্রাধিক শ্রমিক কর্মচারী। প্রশাসক মহোদয়ের কাছে সিটি কর্পোরেশনের শূন্য পদের বিপরীতে অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করার প্রক্রিয়া শুরু করার অনুরোধ তারা জানান। পরে তারা শান্তিপূর্ণ ভাবে নাসিক ভবনে অবস্থান কর্মসূচী এবং রেলি বের করেন।আন্দোলন রত সমন্বয়কদের দাবি এই কর্মসূচী চাকুরী স্থায়ী করণের পূর্ব মুহূর্ত পর্যন্ত চলবে।
এখানে আরও জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩টি অঞ্চলে মোট স্থায়ী কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৬৮ জন, অপরদিকে অস্থায়ী কর্মচারীর সংখ্যা ১৪২৩ জন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD