শেখ সুমন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
দৈনিক মজুরি ও চুক্তি ভিত্তিক নিয়োজিত সকল অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন(নাসিক) বরাবর স্মারকলিপি প্রদান এবং অবস্থান কর্মসূচী পালন করেন নাসিক কর্মচারী বৃন্দ।গতকাল ২৫ আগষ্ট (রবিবার) দুপুর ১২ টার সময় সিটি করপোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দীর্ঘদিন যাবৎ অস্থায়ী চাকুরীজীবিরা চাকুরী স্থায়ী করণের লক্ষ্যে বিভিন্ন সময়ে,বিভিন্ন সভায় কাউন্সিলরদের শরণাপন্ন হয়েছিলেন।তদ্রূপ কাউন্সিলররাও তাদের চাকুরী স্থায়ী করণে একাত্মতা জানিয়েছেন।কিন্তু আজ অবধি তাদের চাকুরী স্থায়ী করণ হয়নি।অনেক শ্রমিক কর্মচারী ২০-২৫ বছর যাবৎ কর্মরত।অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, অস্থায়ী থেকেই চাকরি থেকে অবসরে যাওয়ার ঘটনাও ঘটেছে। চাকরি স্থায়ী না হওয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন, এটা বেশ অমানবিক। তাই তাদের চাকরি স্থায়ী করা জরুরি।
আজ রবিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাহী কর্মকর্তা এই আশ্বাস দেন যে, দৈনিক মজুরী ও চুক্তিভিত্তিক কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্মারকলিপি আমরা হাতে পেয়েছি। বিষয়টি মন্ত্রণালয়ে উপস্থাপন করা হবে। আগামী কিছুদিন সময় লাগতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, অস্থায়ী কর্মচারীরা জড়ো হয়ে বিভিন্ন কক্ষে গিয়ে স্বাক্ষর সংগ্রহ এবং লিফলেট বিতরণ করছেন।বিভিন্ন কক্ষের দেয়ালেও লিফলেট সাঁটাতে দেখা গেছে।আন্দোলনে নেতৃত্ব দেয়া সমন্বয়করা জানান, দুই এক বছরের মধ্যে স্থায়ী নিয়োগ প্রাপ্তদের একটি উল্লেখযোগ্য অংশ অবসরে চলে যাবে। এতে সেবামূলক কাজে ব্যাপক ঘাটতি সৃষ্টি হবে।
এন সি সি বিভাগ /শাখায় দৈনিক মজুরি ও চুক্তি ভিত্তিক নিয়োজিত সকল অস্থায়ী কর্মচারীদের মধ্যে থেকে শিক্ষাগত যোগ্যতা, জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতার ভিত্তিতে স্থায়ীকরণের দাবী সংবলিত একটি স্মারক লিপি জমা দিয়েছেন তিন অঞ্চলের (নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, কদমরসুল) প্রায় সহস্রাধিক শ্রমিক কর্মচারী। প্রশাসক মহোদয়ের কাছে সিটি কর্পোরেশনের শূন্য পদের বিপরীতে অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করার প্রক্রিয়া শুরু করার অনুরোধ তারা জানান। পরে তারা শান্তিপূর্ণ ভাবে নাসিক ভবনে অবস্থান কর্মসূচী এবং রেলি বের করেন।আন্দোলন রত সমন্বয়কদের দাবি এই কর্মসূচী চাকুরী স্থায়ী করণের পূর্ব মুহূর্ত পর্যন্ত চলবে।
এখানে আরও জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩টি অঞ্চলে মোট স্থায়ী কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৬৮ জন, অপরদিকে অস্থায়ী কর্মচারীর সংখ্যা ১৪২৩ জন।