মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড গোপ্তাখালী এলাকায় মো: মুসলিম উদ্দীন (৪০) নামের এক যুবকে নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৫ টার সময় মুরাদপুর ইউনিয়ন গোপ্তাখালী বেড়িবাঁধ এলাকায় এই হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত মুসলিম উদ্দীন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তিনি গোপ্তাখালী এলাকার আবু তাহেরের ছেলে।
এলাকাবাসী থেকে জানা যায়,বেড়িবাঁধ এলাকায় রক্তাত্ব অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায় মুসলিম ।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, নিহতের বাবা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। রাজনৈতিক শক্তি ব্যবহার করে সে পূর্বে থেকেই সে এলাকায় জমি দখল, মাদক সেবন, জোর করে মানুষের জমি দখল করে নিঃশ্ব করে ফেলতো। তার এসব অপকর্মের জের ধরেই খুন হয়েছে বলে ধারণা করা হয় ।
এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনর্চাজ মজিবুর রহমান বলেন,ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।কে বা কারা এই ঘটনার সাথে জড়িত আছে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।