
মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
বাংলাদেশের স্বনামধন্য ইস্পাত শিল্প এবং এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তি সম্পন্ন জিপিএইচ ইস্পাত লিমিটেড।এটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নস্হ সুলতানা মন্দির অবস্থিত। প্লান্ট-১, এস এম এস ডিপার্টমেন্ট এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক হৃদয়ছোঁয়া ঈদ পুনর্মিলনী। সকল ব্যস্ততা, দূরত্ব ও কাজের মাঝেই এমন আয়োজন হয়ে উঠেছিল ভালোবাসা, ভ্রাতৃত্ব ও উৎসবের এক অনন্য প্রতিচ্ছবি।
জিপিএইচ ইস্পাত প্লান্ট-১ এসএমএস ডিপার্টমেন্ট এর আয়োজিত ঈদ পূর্নমিলনী এবং মিলনমেলায় অংশগ্রহণ করেন প্রায় ৩০০জন কর্মকর্তা-কর্মচারী। শুধু তাই নয়,বিভিন্ন শহর থেকেও আগত কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে যোগ দেন। তাঁদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো রঙিন ও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে আনন্দ উপভোগ করার জন্য খেলাধুলার আয়োজন করা হয়, যা কর্মকর্তা কর্মচারীদের অধিক আনন্দ এবং ছোট বেলার কথা স্মরণ করিয়ে দেয়। প্রাণখোলা আড্ডা, আন্তরিক কুশল বিনিময় এবং নতুন-পুরনো কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বন্ধনের এক উষ্ণ পরিবেশ তৈরি হয়।
জিপিএইচ ইস্পাত প্লানট-১ এসএমএস ডিপার্টমেন্ট কর্মকর্তাদের ভাষ্য, এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল কর্ম জীবনের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি জোরদার করা। অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এসএমএস ডিপার্টমেন্ট-এর পক্ষ থেকে জানানো হয়, “এই ঈদ পূর্নমিলনী এবং মিলনমেলাটি আমাদের কর্ম জীবনে নতুন প্রেরণা ও আশার আলো জ্বেলে দিয়েছে। সকল অংশগ্রহণকারীকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা আরো বড় এবং সুন্দর আয়োজনের মাধ্যমে এই বন্ধনকে আরো দৃঢ় করতে কাজ করে যাবো।”
অনুষ্ঠানে অংশ গ্রহনের পর সবাই মিলে প্রাণবন্ত সাথে মেতে উঠে প্রাণখোলা আড্ডা, স্মৃতিচারণ আর হাসি-আনন্দে।
যাঁরা ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে উপস্থিত হতে পারেননি, তাঁদের প্রতিও এসএমএস ডিপার্টমেন্ট-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভবিষ্যতের আয়োজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।
কর্মজীবন থেকে ভ্রাতৃত্বের বন্ধ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে জিপিএইচ ইস্পাত-এর এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয় বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।