জজ মিয়া
কিশোরগঞ্জ প্রতিনিধি,
কটিয়াদী উপজেলা পরিষদের আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ আনন্দঘন ও উৎসব মুখর ভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রশাসক মাঈদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব হোসেন খাঁন দিলীপ, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা,কটিয়াদী মডেল থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, এম এ মান্নান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জজ মিয়া, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ছাত্র সমন্বয় এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। সভায় বাংলাদেশের জাতীয় উৎসব “পহেলা বৈশাখ” বাংলা নববর্ষ ১৪৩২ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়। সকাল ৯ টায় কটিয়াদী সরকারি কলেজ ক্যাম্পাস মাঠ থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, বিকাল ৩ টায় কটিয়াদী সরকারি কলেজ খেলার মাঠে কণ্ঠশিল্পী পড়শীর সংগীত পরিবেশনায় বৈশাখী কনসার্ট এবং কনসার্ট শেষে একই মাঠে বিভিন্ন ইভেন্ট নিয়ে বৈশাখী মেলা। অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করা হয়। প্রস্তুতি সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মাঈদুল ইসলাম নেতৃত্বে বৈশাখী কনসার্ট এবং বৈশাখী মেলা স্থান পরিদর্শন করা হয়।