মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন কে বাঁশবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়েছেন। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে ।
মঙ্গলবার (৮এপ্রিল) চট্টগ্রাম বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী সই করা একটি চিঠিতে বিদ্যালয়ের প্রধানশিক্ষক বরাবর প্রেরিত এ তথ্য জানানো হয়।
বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন করা হয়েছে বলে প্রদত্ত চিঠিতে বলা হয় ।
তাছাড়া পদাধিকারবলে প্রধানশিক্ষক মোহাম্মদ ইসহাক সদস্য সচিব,মো.আবুল কাশেম শিক্ষক প্রতিনিধি এবং মো. জামাল উদ্দিনকে অভিভাবক সদস্য করা হয়েছে।