বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

মো: সালাম রাব্বানী, দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

মো: সালাম রাব্বানী, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর, ৭ এপ্রিল ২০২৫ (সোমবার):
গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যা ও যুদ্ধবিরোধী আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘনের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে দিনাজপুর শহরের বিভিন্ন প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ব্যানার, প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।

বিক্ষোভে বক্তারা বলেন, গাজায় চলমান গণহত্যা মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। নিরীহ নারী-শিশুদের উপর নির্বিচারে বোমা বর্ষণ ও হত্যাযজ্ঞ সম্পূর্ণরূপে অমানবিক। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা আরও বলেন, মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতাবাদী শক্তিকে একজোট হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে হবে। গাজায় রক্তপাত বন্ধ না হলে এর ভয়াবহতা আরও বিস্তৃত হতে পারে।

বিক্ষোভ মিছিলে জামায়াতের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ