শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

দিনাজপুর হাকিমপুর হিলিতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান বিচারপতি ড.সৈয়দ রেফাত আহমেদ

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

আজ ৭ এপ্রিল (সোমবার) দিনাজপুর জেলার হাকিমপুরে মাননীয় প্রধান বিচারপতির আগমন উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা স্মারক প্রদান করেন দিনাজপর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোয়দ।

হাকিমপুর মহিলা কলেজ, হিলি, হাকিমপুর,
দিনাজপুরের আয়োজনে সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশীপ ফান্ড এর অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

এসময় মাননীয় প্রধান বিচারপতি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগত অর্থ হাতে তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সফর সঙ্গী ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হোসাইন, দিনাজপুর জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।

উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার মারুফাত হোসাইন বক্তব্য প্রদান করেন, তিনি বলেন বাংলাদেশের উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে আইন-শৃঙ্খলা ভালো থাকা।

মাননীয় প্রধান বিচারপতি দিনাজপুর জেলার সু-সন্তান হিসাবে দিনাজপুর জেলার পুলিশ ‍সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য মাননীয় প্রধান বিচারপতির সু-দৃষ্টি ও সহযোগিতা কামনা করেন। বক্তব্য শেষে পুলিশ সুপার মারুফাত হোসাইন, মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ