মোঃ আল আমিন সরকার,ষ্টাফ রিপোটার,ধনবাড়ী,টাংগাইল।
ফিলিস্তিনির গাজায় গণ হত্যার প্রতিবাদে টাংগাইলের ধনবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৭ ই এপ্রিল রোজঃ সোমবার বেলা ১২ ঘটিকার সময় ধনবাড়ী নওয়াব শাহী ঈদগাহ্ মাঠ থেকে মিছিলটি বের হয়ে ধনবাড়ী বাজারের প্রত্যেকটা অলিগলি প্রদক্ষিন শেষে বাসষ্ট্যান্ড চত্বরে এসে বিক্ষোভ করেন। তারা রাস্তার দুই পাশে সারিবদ্ব ভাবে লাইনে থাকেন। তাদের স্লোগান একটাই ইসরাইলি পন্য বয়কট কর, করতে হবে, সারাবিশ্বের মুসলিম এক হও এক হও।
এমসয় মিছিলের নেতৃত্বও সকলের উদ্যেশে বক্তব্য রাখেন ,ধনবাড়ী পৌরবাসীর আস্তাভাজন ও যে কোন কাজে আপদে বিপদে জনগন যাকে সব সময় পাশে পায় সেই জননন্দিত জননেতা,ধনবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি হাফেজ মোঃ খাইরুল ইসলাম মুন্সি।এসময় আরও উপস্হিত ছিলেন উপজেলা ছাত্রদলের নেতা মোঃ সাইফুল ইসলাম সজিব,ও রনি সহ হাজার হাজার লোকজন উপস্হিত ছিলেন। পরিশেষে ফিলিস্তুিনির গাজার সকল মুসলমান তথা সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।