স্টাফ রিপোর্টার গোলাম জিলানী :
সতর্ক থাকতে হবে গণঅভ্যুত্থানের উল্টো যাত্রা যাতে না হয়।
এক দিনে হাসিনা ফ্যাসিস্ট হয়নি। ভারতের আশ্রয়-প্রশ্রয়ে হাসিনা ফ্যাসিস্ট হয়ে ওঠে। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা, হেলিকপ্টার থেকে গুলি—সব ভারতের মদদে হয়েছে। ভারত যদি এক ব্যক্তিকে প্রশ্রয় না দিত, তাহলে দেশে এ ধরনের অরাজকতা- বিশৃঙ্খলা সৃষ্টি হতো না। পালিয়ে যাওয়া স্বৈরশাসক ২০১৪, ১৮, ২৪ এ ভূয়া নির্বাচন আয়োজন ও অনির্বাচিত ব্যাক্তিদের সংসদ সদস্য ঘোষণার কারনে সমস্ত সাংবিধানিক কাঠামোর প্রতি মানুষের আস্হা, বিশ্বাস, প্রত্যয় নষ্ট হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা, স্হানীয় সংসদ সদস্য প্রার্থী, ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, বিগত একাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ আসনে বিএনপির মনোনয়ন গ্রহণকারী জননেতা মাহবুব চৌধুরী।
৬ এপ্রিল রবিবার ন্যায়, সংস্কার, সাম্যের বাংলাদেশ গঠনের প্রত্যয়ে, দিরাই-শাল্লায় পরিবর্তন, উন্নয়ন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষে দিরাই পৌর শহরে সর্বস্তরের মানুষের সাথে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে তিনি আরো বলেন জনপ্রশাসন, বিচার বিভাগ,দুদক সহ সব সংস্কারের প্রস্তাবে সম্পূর্ণ ইতিবাচক। জুলাই আগষ্ট হত্যার বিচার দ্রুত নিষ্পত্তি করতে ট্রাইব্যুনাল, প্রসিকিউশন ও তদন্ত দলের সংখ্যা বাড়ানো দরকার। বিএনপি সরকার গঠন করলে অবহেলিত এ সংসদীয় আসনের দুই উপজেলা ও পৌর এরিয়া সহ ১৩ টি ইউনিয়নের গ্রাম পর্যায়ে আধুনিক নাগরিক সেবা পৌঁছে দেয়া হবে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে অবহেলিত দিরাই-শাল্লার সময়োপযোগী বাস্তবসম্মত ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন করা হবে।
সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার সময়। অথচ ৫ আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে শান্তিতে ও নিরাপদে রয়েছে। সবাই মিলেমিশে থাকতে চাই। হিন্দু-মুসলমানের মধ্যে কোনো বিরোধ নেই। সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ। নাগরিকদের পক্ষ থেকে একটা সতর্ক অবস্থান থাকা দরকার যাতে এই গণঅভ্যুত্থানের উল্টো যাত্রা না হয়।
Sonarbanglatv24 এর পরিচালক গোলাম জিলানীর পরিচালনায়, মাওলানা কাওছার আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল জলিল, কাজি নুরুল আজিজ চৌধুরী, মুরাদ চৌধুরী, দিরাই রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সোহাগ, ক্রিড়া সংগটক ও যুবদল নেতা আলেক উদ্দিন, বিএনপি নেতা ও ইউপি সদস্য আব্দুস সামাদ, সাংবাদিক এহিয়া আহমদ লিটন, দিরাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রশিদ আহমদ চৌধুরী, যুবদল নেতা গৌছুল হক, মোং রবিন তালুকদার, ছাত্রদল নেতা মোং মাহি তালুকদার, এনামুল তালুকদার, মাওলানা আব্দুল খালেক, মিলন মিয়া, রিফাত হাসান, পায়েল বিশ্বাস, আরিফ মিয়া, হেলাল হাসান, দিগন্ত তালুকদার প্রমূখ।