শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

আমবাড়ী বাজারে রাস্তা অবরোধ: মহানবী (সা.)-কে কটূক্তিকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ

মো:সালাম রাব্বানী দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

মো:সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর, ৬ এপ্রিল ২০২৫: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার প্রতিবাদে আজ দিনাজপুরের আমবাড়ী বাজারে বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করেছে।

জানা যায়, গত ৩ এপ্রিল রাতে সদর উপজেলার বোনতাড়া গ্রামের এক হিন্দু যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর একটি পোস্ট করে। পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযুক্ত ব্যক্তিকে এখনও গ্রেফতার না করায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ আরও বাড়ে। এরই প্রেক্ষিতে আজ আমবাড়ী, আমতলী, মোহনপুরসহ আশেপাশের এলাকায় বিভিন্ন ধরনের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা দ্রুত অভিযুক্তের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ