কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি,
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজে বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৬ এপ্রিল) সকাল ১১টার দিকে চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজ গেইটে কটিয়াদী উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির মুখপাত্র সাব্বিরুল হক তন্ময়, মুমুরদিয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহিউদ্দিন খাঁ, জাতীয় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি মতিউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ফারদিন খান রাব্বী, আব্দুল আল রোমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ইমরান খান ও মসূয়া ইউনিয়ন ছাত্রদল কর্মী নিরব আহমেদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজে বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করে শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট আবেদন জানান।
বক্তারা আরো বলেন, স্কুল কলেজের কমিটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালীদের অপরাজনীতির যে সংস্কৃতি তা জুলাই অভ্যুত্থানের পর কাম্য নয়। শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে মাফিয়া রাজনীতিবিদরা পদস্থ হলে শিক্ষার মানোন্নয়নতো হবেই না, বরং শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে।
গত ২২মার্চ শনিবার দুপুরে চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটি নিয়ে বিরোধে আশিক খাঁকে কুপিয়ে হত্যা,কটিয়াদী উপজেলা নাগরিক কমিটির সদস্য রঞ্জন খাঁ ও ঢাকা শিক্ষা বোর্ডের ২ কর্মতকর্তাসহ ১০ জন আহত হয়।
পরে এ ঘটনায় নিহত আশিক খাঁর মা রিতা আক্তার বাদী হয়ে ২৯জনকে আসামী করে মামলা দায়ের করেন।আসামীদের মধ্যে শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল ও আব্দুল হান্নানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলেও বাকি আসামীরা ধরা-ছোয়ার বাইরে।