শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

বাগেরহাটে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় এক-ই পরিবারের নারী-পুরুষসহ ৪জন গুরুতরো জখম

মোঃ রতন বাগেরহাট
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

মোঃ রতন বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের ৪ জন গুরুতরো জখম হবার খবর জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গল বার সন্ধ্যায় জেলার মোরেলগঞ্জের পঞ্চকরণ কুমারিয়া জোলা দানেশ মোল্লার বাড়ীর।আহতরা হলেন, দানেশ মোল্লারদুই ছেলে, কামরুজ্জামান(৪৫), ও সাইফুল ইসলাম(৪০) কামরুলের স্ত্রী নারগিস বেগম(৩৮) এবং বিশ্বিবিদ্যালয় পড়–য় মেয়ে সাদিয়া আক্তার(১৯)।স্বজনরা খবর পেয়ে এসে আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্য হাসপাতালে ভর্তি করে । বর্তমান কামরুল ও তার স্ত্রী বাগেরহাট ২৫০শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপর দুই জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালের পুলিশ কেস সুত্রে চিকিৎসাধীন কামরুল ও নারগিস বেগম বলেন, আমরা পরিবারসহ চট্টগ্রামে থাকি,আমি গামের্›টস এ চাকরী করি, আমার স্মুবামীরদি ব্যাবসা করে মেয়ে চট্টগ্রাম আন্তঃ ইসলামিক বিশ^বিদ্যলয়ে অনার্স পড়ে ,ঈদের ছুটিতে বাড়ী এসেছি। পাকা বাড়ী সংস্কারের জন্য কাজ করছে লোক জন। কাজের মধ্যে কোন এক সময় ভুলবসত একটু কাজের বালু পড়েছে প্রতিবেশি পাশের বাড়ী, এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশি বানাচ মোল্লার দুই ছেলে আবুল বাশার মোল্লা (৩৮) তার স্ত্রী রতœা ও অহেদুল মোল্লা(৩৫) তার স্ত্রী নাছরিন ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায় অশ্রব্য গালি-গালাছ করতে থাকে এবং আমার বাড়ী থেকে বের হতে দেবে না বলে আমার নিজের জমির উপর পথ বন্ধো করে দিতে উদ্যাত হয়। তখন আমরা বাধা দিলে, বাশারের পরিবার ও তার ডেকে আনা প্রায় ১০/১২ জন লোক দা লাঠি শাবল নিয়ে আমাদের বাড়ী ঢুকে মারপিট করে জখম করে। আমাদের বাড়ী ভাংচুর করে সব নষ্ট করে এবং আমার গায়ে থাকা স্বর্ণ ালংকার লুটে নিয়ে যায়। তিনি আরো বলেন ,প্রাতবার ঈদে বাড়ী আসলেই এই প্রতিপক্ষরা অ কারনে আমাদের সাথে ঝগড়া ও মারপিটে লিপ্ত হয়। কারণ আমরা বাড়ী না থাকলে আমদের সব কিছু চুরিমারা করে খেতে পারে। এ বিষয়ে আমাদের চেয়ারম্যান রাজ্জাক মজুমদারের কাছে বহুবার বিচার দিয়েছি, আবুল বাশার চেয়াম্যানের কাছের লোক হওয়াতে কোন বিচার করে নাই। আমি এর বিচর চাই। সুস্থ হয়েই মামলা করবো।
এ রিপোর্ট লেখা পর্যন্ত্য থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করে নাই ক্ষতিগ্রস্থ্য পরিবার। #

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ