জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ
নওগাঁর মহাদেবপুরে নওগাঁ জেলার সকল প্রাণিসম্পদ দপ্তরের কর্মরত ফিল্ড ফ্যাসিলিটেটরদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল ২ টায় নওগাঁ জেলার সকল ফিল্ড ফ্যাসিলিটেটরদের নিয়ে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।সকলের সম্মতিক্রমে উক্ত কমিটির সভাপতি আইচন পাহান, সাধারণ সম্পাদক রাফায়েল সরেন এবং সাংগঠনিক সম্পাদক সুজলা বাস্কেকে নির্বাচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অজিত কুমার মন্ডা সাধারণ সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর,প্রশান্ত পাহান সাধারণ সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ মান্দা,চঞ্চল পাহান সাধারণ সম্পাদক আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা এছাড়া নিপেন পাহান, খোকা তিগ্যা, রনজিত পাহান, প্রীতমা রানী, শ্রী পল্লব কুমার,নিরাঞ্জন বর্মন,পিলিনা রাণী,শংকরী রানী,বৃষ্টি টপ্য,আদরী রানী,জসিম কেরকেটা, সাহেব মারান্ডীপ্রমুখ।