মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন

বিএনপি নেতা জহুরুল ইসলামের ঈদ শুভেচ্ছা বিনিময় ও সাংগঠনিক আলোচনা–

মোঃ আসিফ ইকবাল রকি যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

মোঃ আসিফ ইকবাল রকি
যশোর প্রতিনিধি

যশোর জেলা বিএনপির সম্মানিত সদস্য, চৌগাছা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এবং চৌগাছা-ঝিকরগাছা (৮৬/২) সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জননেতা জনাব জহুরুল ইসলাম কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।

ঈদ উপলক্ষে তিনি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তার সঙ্গে চৌগাছা ও ঝিকরগাছার শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে জহুরুল ইসলাম বলেন, “দেশের জনগণের অধিকার রক্ষার আন্দোলনে বিএনপি সব সময় পাশে ছিল, আছে এবং থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরাও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, আসন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কৌশল নির্ধারণের ব্যাপারেও মতবিনিময় হয়।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন বিএনপি নেতা জহুরুল ইসলাম।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ