নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই বিপ্লবে নিহত শহীদ হাফেজ মো. ইমরান এর পরিবারকে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
রবিবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর এলাকায় শহীদ হাফেজ মো. ইমরান মিয়ার বাড়িতে গিয়ে তার স্বজনদের হাতে উপহার সামগ্রী তুলে দেন ছাত্রদল নাসিরনগর উপজেলা শাখার ছাত্রদলের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ এহসানুল কাদের মিলটন ও সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মারজান ইসলাম তুষার৷
এ সময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি সমবেদনা জ্ঞাপন করেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময়সহ সার্বিক খোঁজখবর নেন।
শহীদ পরিবারের সদস্যরাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান