বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

চিতলমারীতে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর ঈদ শুভেচ্ছা বিনিময়

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত বাগেরহাট-১ (চিতলমারী-ফকিরহাট ও মোল্লাহাট) আসনের প্রার্থী কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর এবং বতর্মান জেলার দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার (০১ এপ্রিল) বিকাল ৪ টায় উপজেলা মোড় থেকে তিনি নেতাকর্মিদের সঙ্গে নিয়ে এ ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় শুরু করেন।
এ সময় তিনি উপজেলার খাসেরহাট বাজার, কালিগঞ্জ বাজার, বাবুগঞ্জ বাজার, আমতলা বাজার, শৈলদাহ বাজার, কাননচক বাজার, হিজলা বাজার, বড়বাড়িয়া বাজার, নালুয়া বাজার, বড়গুনি বাজার, কলিগাতী বাজার, বারাশিয়া বাজার, পাগল মার্কেট, ডুমুরিয়া বাজার ও বাখেরগঞ্জ বাজারসহ বিভিন্ন ছোট বড় বাজারে বহরসহ যান এবং সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ সময় তাঁর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, সেক্রেটারী মোঃ জাহিদুজ্জামান নান্না ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম প্রমূখ।
ঈদ শুভেচ্ছা বিনিময় বহরে ৩ শতাধিক মোটরসাইকেলে ৬ শতাধিক নেতাকর্মি ও সমর্থক উপস্থিত ছিলেন। #

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ