মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নে তানজিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।
মঙ্গলবার (১এপ্রিল) দুপুরে ইউনিয়নের মধ্যম ইয়াকুব নগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়,পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তানজিনার স্বামী মঞ্জুরুল আলম প্রবাসী। পারিবারিক বিরোধের জেরে ঘরের তীরের সাথে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই লোকমান খান বলেন, খবর পেয়ে এক নারীর লাশ উদ্ধার করেছি। আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ঔই গৃহবধু আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। আমরা প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।