শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়ায় বিএনপি নেতা ফারুক শেখের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) সকালে রামপুর নিরিবিলি পার্কের সামনে ফারুক শেখের নিজ ব্যাবসা প্রতিষ্ঠানের সামনে লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের অসহায় গরীব মানুষের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ একরাম মল্লিক, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো: মারুফ শেখসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লোহাগড়া পৌর বিএনপির সহ- মানবাধিকার বিষয়ক সম্পাদক ও লোহাগড়া পৌর যুবদলের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মো. ফারুক শেখ বলেন প্রতিবারের ন্যায় এবারও অসহায় গরীব মানুষের মধ্যে সেমায় চিনি দুধ কিসমিসসহ ২৫০ প্যাকেট বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করি।
ঈদ উপহার সামগ্রী হাতে পেয়ে পৌরসভার মশাঘুনি গ্রামের গোলাম হোসেন, সোনা মিয়া ও সামেলা বেগম বলেন, ফারুক ভাই প্রতিবছরই ঈদ এলেই আমাদেরকে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন।