শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়ায় স্থানীয় সাংবাদিকদের সন্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার তাইবুল হাসানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭মার্চ) বিকালে লোহাগড়া ক্লাবে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের লোহাগড়া প্রতিনিধি শিমুল হাসান, দৈনিক নয়া দিগন্তের লোহাগড়া প্রতিনিধি শরিফুজ্জামান, দৈনিক ইক্তেফাকের লোহাগড়া প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক সমকালের লোহাগড়া প্রতিনিধি রেজাউল ইসলাম, দৈনিক আমার সংবাদের লোহাগড়া প্রতিনিধি সরদার রইস উদ্দীন টিপু, দৈনিক কালবেলার লোহাগড়া প্রতিনিধি কাজী ইমরান হোসেন ও দৈনিক প্রবাহের লোহাগড়া প্রতিনিধি আজিজুর বিশ্বাসসহ প্রমুখ।
ইন্জিনিয়ার ও ছাত্রনেতা তাইবুল হাসান বলেন আপনারা সাংবাদিকরা হলেন জাতির দর্পণ। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনাদের সঠিক লেখনির মাধ্যমে দেশের দুর্নীতি, অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠবে আপনাদের খুরধর লেখনির মাধ্যমে। দেশের সার্বিক উন্নয়নে আপনারা বিগত দিনে যে ভূমিকা রেখেছেন তা প্রশংসনীয়। সকল সাংবাদিক ভাইদের ঈদের শুভেচ্ছা রইল।