বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

ঈদ জামাত উপলক্ষে গোর-এ-শহীদ ঈদগাহ ময়দান পরিদর্শন

মো:সালাম রাব্বানী দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

মো:সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ ময়দান, দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহে আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৫-এর প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৮ মার্চ ২০২৫ বিকেলে মাঠ পরিদর্শন করেন দিনাজপুরের জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার জানান, ঈদগাহ ময়দানে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুলিশ ও র‍্যাব সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। মাঠজুড়ে থাকবে ওয়াচ টাওয়ার, সাদা পোশাকে পুলিশের নজরদারি এবং প্রবেশপথে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ের মাধ্যমে তল্লাশি। এছাড়া, সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, মুসুল্লিরা নিরাপদ ও নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করে স্বস্তিতে ঘরে ফিরতে পারবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ