শরিফুল ইসলাম ভূঁইয়া, লক্ষীপুর
শুক্রবার ইফতার পরবর্তী পৌর শহরের ক্যাপসিকাম রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইয়াসিন পাটোয়ারীর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা ইসলামি আন্দোলনের সহ সভাপতি ও আল মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন পাটোয়ারী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা কুতুব উদ্দিন আফসার, উপজেলা ইসলামী আন্দোলনের নেতা শামসুল হক ভূঁইয়া, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবু তাহের, সাবেক সভাপতি মাহমুদ ফারুক সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।