শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে বাংলাদেশ শিক্ষক সমিতির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ শিক্ষক সমিতির সীতাকুণ্ড উপজেলার নব গঠিত কমিটির উদ্যোগে অভিষেক ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

বুধবার(২৬ মার্চ)উপজেলার সাদেক মস্তান (র:) উচ্চ বিদ্যালয়ের একটি হলরুমে বিকাল চারটা থেকে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম টিপু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন শহীদ ক্যাপ্টেন শামসুল হুদা উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ মোবারক আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাদেক মস্তান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতির সীতাকুণ্ড উপজেলা কমিটির আহ্বায়ক আবু জাফর মোহাম্মদ ছাদেক। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি সীতাকুণ্ড শাখার সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন এবং এই কমিটির মাধ্যমে শিক্ষকদের সকল ধরনের দাবি-দাওয়া ও অধিকার রক্ষার্থে সার্বক্ষণিক কাজ করে যাবেন বলে জানান বিভিন্ন বক্তাগণ। পরে দোয়া ও মুনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ