রামগঞ্জ ( লক্ষ্মীপুর) প্রতিনিধি :
শরিফুল ইসলাম ভূঁইয়া।
রামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনের আজ বুধবার ২৬ মার্চ রামগঞ্জের সোনাপুর চৌরাস্তার মোড়ে কেন্দ্রীয় বিজয় স্তম্ভে রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ আবুল বাশার পক্ষে পুলিশের একটি দল
সূর্যদয়ের সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করে।
পরে উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক , সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ পৃথকভাবে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকল সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলিত হয়।
সকাল ৯ টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজ প্রদর্শন হয়।
সকাল ১১ টয় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষের সভাপতিত্বে
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় ও আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।