বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

বিরলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন

মো:সালাম রাব্বানী দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

মো:সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

২৬ মার্চ ২০২৫, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের বিরল উপজেলায় নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হয়। দিবসের শুরুতেই ৩১ (একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।

সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিএনসিসি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়, যেখানে উপজেলা প্রশাসন বনাম বিরল সুধী একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাঁদের বীরত্বগাথা স্মরণ করে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বৃদ্ধাশ্রম ও এতিমখানায় উন্নতমানের বিশেষ খাবার পরিবেশন করা হয়, যাতে সবাই স্বাধীনতা দিবসের আনন্দ উপভোগ করতে পারেন।

শহিদদের আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু ও জাতীয় সমৃদ্ধি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া, গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহ আলোকসজ্জিত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দিনটি উদযাপনে অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ