মোঃ আসিফ ইকবাল রকি
যশোর প্রতিনিধি
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যদ্বয়ের সাথে সাথে চৈাগাছা উপজেলা প্রশাসন,চৌগাছা থানা,প্রেসক্লাব চৌগাছা ও রিপোর্টাস ক্লাবের পক্ষ থেকে বিজয় স্তম্ভে পুষ্প অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চৌগাছার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারজানা ইসলাম,এসিল্যান্ড জনাব তাসনিম জাহান,চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আনোয়ার হোসেন, প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব জনাব মুকুরুল ইসলাম মিন্টু,রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সেক্রেটারি, চৌগাছা প্রেসক্লাবের নির্বাহী সদস্য,ইঞ্জিনিয়ার রাজু আহমেদ,মোহাম্মদ আসিফ ইকবাল,মোঃ ইমাম হোসেন সাগর,মোঃ ফারুক আহমেদ, মোঃ শিপনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। তাঁরা জাতির সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারজানা ইসলাম বলেন বলেন, “এই মহান দিনে আমরা বীর শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং বৈষম্যমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করছি।”
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।