মোঃ আশরাফুল ইসলাম ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি।
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যদ্বয়ের সাথে সাথে ফুলবাড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ি নবনিযুক্ত সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী , পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মুহিব্বুল ইসলাম , বীর মুক্তিযোদ্ধাগণ সহ ফুলবাড়ি গণমাধ্যম কর্মীগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। তাঁরা জাতির সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, চিত্র অংকন ও রচনা প্রতিযোগিতা, পুলিশ আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স,গ্রাম পুলিশ, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এবং প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী বলেন, “এই মহান দিনে আমরা বীর শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং বৈষম্যমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করছি।”
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। পরিশেষে পরিষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।