শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

ফরিদুল হাসানের বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে নিশান।

উসমান গনি গাজীপুর শ্রীপুর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

উসমান গনি গাজীপুর শ্রীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার (২) নং ওয়ার্ডের বাসিন্দা ফরিদুল হাসানের বাড়ি রাস্তা ও ময়লার পাইপ কেটে দিয়েছে গাজীপুর জেলা পরিষদের চাকরিজীবী নিশান, ১৯৯০ সালে খরিদা সুত্রে জমির মালিক হন মোঃ আব্দুল মান্নান বার্ধক্যজনিত কারণে একমাত্র ছেলে ফরিদুল হাসানকে জমি লিখে দেন আব্দুল মান্নান।
বিগত ২০০৬ সনের খরিদ কৃত জমিতে বাড়ি নির্মাণ করে বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে আসছেন ফরিদুল হাসান
উনার একমাত্র সন্তানকে উচ্চ শিক্ষা প্রদানের জন্য ঢাকায় থাকেন, এই সুযোগ বেশ কিছুদিন যাবৎ হুমকি দিয়ে আসছে নিশান এবং বাড়ীর ভাড়াটিয়াদের রাস্তা বন্ধ করে দিবে বলে জানায় নতুন কোন ভাড়াটিয়া আসলে বিভিন্নভাবে ভুলভাল বুঝিয়ে তাড়িয়ে দেয়, শ্রীপুর চৌরাস্তা থেকে ঢাকা ময়মনসিংহ যাওয়ার লিংক রোড বৈরাগীরচালা যাওয়ার আমতলী মোড়ে সরকারি এলজিআরডি ও জেলা পরিষদের জমি ব্যবহার করে আসছে নিশান অথচ অন্য কেউ সরকারি জায়গা ব্যবহার করতে গেলেই নিশানের বাজে কথা এবং গালিগালাজ শুনতে হয় পাড়া-প্রতিবেশীদের,
নিশান জেলা পরিষদের অনেক বড় কর্মকর্তা বলে নিজেকে পরিচয় দেয় এবং সবাইকে তুচ্ছ বলে মনে করেন।
ফরিদুল হাসানের ভাড়াটিয়া সকলেই চাকরিজীবী তারা পরিবার-পরিজনদের নিয়ে থাকে কিন্তু নিশান রাস্তা বন্ধ করে দেওয়াই যাতায়াতের সমস্যা হচ্ছে বাচ্চাদের স্কুলে যাবার সমস্যা হচ্ছে
ময়লার পাইপ কেটে দেওয়াই দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে পরিবেশ দুষণ হচ্ছে।
চলাচলের পথিক আমতলীর মোড়ে আসলেই পচা দুর্গন্ধের বিপাকে পড়তে হয় নিশানের এই আচরণ খুব্ধ এলাকাবাসী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ