মোঃ আশরাফুল ইসলাম
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি।
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসহাক আলীর সঙ্গে ফুলবাড়ী উপজেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ খোকন, ফুলবাড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব মানিক মন্ডল, বাংলাদেশ জামাত ইসলাম ফুলবাড়ী শাখার আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনজুরুল কাদির , জামাতে ইসলামের আমির মোহাম্মদ হাবিবুর রহমান ,ইসলামী আন্দোলনের ফুলবাড়ি শাখার প্রতিনিধি, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি মোঃ আহমেদ জাকির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আকন্দ, ১নং এলুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নবীউল ইসলাম, ৩নং কাজী হাল ইউনিয়ন এর চেয়ারম্যান ৪নং বেতদিঘী ইউনিয়নের চেয়ারম্যান ৫নং খয়েরবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান ৬নং দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান ৭নং শিবনগর ইউনিয়ন চেয়ারম্যান সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ সময় নবাগত ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী , সকল প্রতিনিধি উদ্দেশ্যে বলেন ফুলবাড়ী উপজেলায় আজ আমার প্রথম কার্যদিবস কিন্তু আমি এখানে অস্থায়ী আপনারা সকলেই এখানকার স্থায়ী বাসিন্দা তাই আপনাদের সহযোগিতায় একান্ত আন্তরিকতা সামাজিক দায়বদ্ধতা দুর্নীতি দূরীকরণ বাল্যবিবাহ ইভটিজিং চুরি ডাকাতি অন্যের জমি জবরদখল অবৈধ বালু উত্তোলন সহ সকল অপরাধ মূলক কার্যক্রমের বন্ধ করা যাবে আপনাদের সহযোগিতায়। তাই আপনাদের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।