বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

ফুলবাড়িতে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ আশরাফুল ইসলাম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে
oplus_2

মোঃ আশরাফুল ইসলাম
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নবাগত ইউএনও মোঃ ইসাহাক আলী এর সাথে ফুলবাড়ি উপজেলার সকল প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ ২৪ মার্চ ২০২৫ ইং (সোমবার) দুপুর ১২:৩০ ঘটিকায় ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ফুলবাড়ী উপজেলার কর্মরত সাংবাদিকগণ নবাগত ইউএনও মোঃ ইসাহাক আলী কাছে ফুলবাড়ী উপজেলা বাসির বিভিন্ন দুঃখ দুর্দশনার কথা তুলে ধরেন । এছাড়াও মাদক ইভটিজিং বাল্যবিবাহ এবং উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, অবৈধভাবে বালু উত্তোলোন সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন ।

এ সময় নবাগত ইউএনও ফুলবাড়ী উপজেলা বাসির পাশে থেকে সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি ফুলবাড়ী উপজেলা সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা কামনা করেন । এ সময় তিনি আরো বলেন ফুলবাড়ী উপজেলা বাসিকে ভালো রাখতে আমি সার্বক্ষণিক চেষ্টা করে যাব।

এ সময় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাফর আরিফ চৌধুরী ,দৈনিক আলোর বাংলাদেশ পত্রিকা ও এবি টেলিভিশন এর সম্পাদক মোঃ রুবেল হোসেন সহ ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি, ফুলবাড়ী সিটি প্রেসক্লাবের সভাপতি সহ সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় ফুলবাড়ি উপজেলার সাংবাদিকগণ ফুলবাড়ী উপজেলা বাসির সার্বিক মঙ্গল কামনায় নবাগত ইউএনও মোঃ ইসাহাক আলী কে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ