কক্সবাজার সদর প্রতিনিধি।
২২/০৩/২০২৫ ইং রোজ শনিবার খুরুশকুল উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে বিকাল ০২:০০ ঘটিকার সময়, খুরুশকুল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ জহিরুল আলম এর সঞ্চালনায় কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার শুরা ও কর্ম পরিষদ সদস্য এডভোকেট জাফরউল্লাহ ইসলামাবাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার সদর উপজেলার নায়েবে আমীর মাওলানা মোস্তাক আহমদ, সদর উপজেলা জামায়াতের সংগ্রামী সেক্রেটারী জনাব আজিজুর রহমান, জাতীয় ইমাম সমিতি কক্সবাজার জেলা সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খুরুশকুল ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব শাহ আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক জনাব নুরুল আমিন,এডভোকেট আব্দুল বারী ও ডাক্তার কায়সার আমিন কায়েস। শিক্ষা শিবির ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী খুরুশকুল ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী শুভাকাঙ্ক্ষী ও সমর্থক বৃন্দ।
কর্মী শিক্ষা শিবিরে দারসুল কুরআন পেশ করেন জনাব মাওলানা আবু সায়েম মোঃ ফুরকান। ইফতার মাহফিলে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন জাতীয় মুফাসসির পরিষদ কক্সবাজার জেলা সভাপতি হযরত মাওলানা মুফতি জয়নাল আবেদীন সাহেব।