শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার আয়োজনে সাংবাদিকদের সম্মানে লোহাগড়া উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ রমজান শনিবার (২২ মার্চ) বিকালে লোহাগড়া উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্বে করেন দৈনিক গ্রামের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার শাহজাহান সাজু। এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান, সিনিয়র সাংবাদিক ও দৈনিক যায়যায়দিন লোহাগড়া প্রতিনিধি রূপক মুখার্জি, দৈনিক প্রথম আলোর লোহাগড়া প্রতিনিধি মারুফ সামদানী, দৈনিক সমকাল প্রতিনিধি মো: রেজাউল করিম, দৈনিক যুগান্তর প্রতিনিধি বিপ্লব রহমান, দৈনিক কালবেলা’র প্রতিনিধি কাজী ইমরান হোসেন, দৈনিক নয়া দিগন্ত’র প্রতিনিধি শরিফুজ্জামান, আমার দেশ প্রতিনিধি মাহফুজুর রহমান মুন্নু, ভয়েজ অফ এশিয়া প্রতিনিধি এ্যাডভোকেট মো: আবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য আশিকুর রহমান স্বপন, লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, সাইফুল ইসলাম, প্রমূখ। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।