মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন

টেকনাফ শাহপরীর দ্বীপে যৌথ অভিযানে ৪০হাজার ইয়াবাসহ ৭আটক।

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার টেকনাফ শনিবার ২২ মার্চ ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২ মার্চ ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী এবং র‍্যাব -১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন মহেশখালীয়া পাড়া হ্যাচারি সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোটে ইঞ্জিন রুমের ভিতরে একটি ব্যাগের মধ্যে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ৪০,০০০ হাজার পিস ইয়াবাসহ ০৭ জন ইয়াবা পাচারকারী আটক করা হয়।

আটকৃত পাচারকারী:
সুলতান আহমেদ ৩৫ জাহাঙ্গীর হোসেন (২৬),
আব্দুল্লাহ (২০), রিয়াজ উদ্দীন (১৯),
আব্দুল মান্নান (২৫),কামাল হোসেন (৩০)জাহাঙ্গীর আলম (২৯) সকলেই টেকনাফ এর বাসিন্দা।

তিনি আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ