মোঃ রিয়াজুল ইসলাম আলম, সাতক্ষীরা
সাতক্ষীরা জেলার দেবহাটায়, সখিপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ মার্চ বিকালে সখিপুরের ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, সখিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান। সখিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন বকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট চিকিৎসক সাতক্ষীরা-৩ আসনের বিএনপির কান্ডারি ডাঃ শহিদুল আলম। ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম। এসময় দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুকুল, সাবেক ছাত্রনেতা বিএনপি নেতা এবাদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সানা, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, যুগ্ম আহবায়ক রাজিব হোসেন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি আবু তৈয়ব খান, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এডঃ আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাপ্পা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলী, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোনাজাত গাজী, সাধারন সম্পাদক শাফায়েত হোসেন বাচ্চু, কালীগঞ্জ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কিসমতুল বারী, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক সাদ্দাম হোসেন, সদস্য সচিব পারভেজ হোসেন, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে. এম রেজাউল করিম, উপজেলা জিয়া পরিষদের দপ্তর সম্পাদক সাংবাদিক সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও শতশত সাধারন মানুষ। প্রধান অতিথি ডাঃ শহিদুল আলম দেশের এই ক্লান্তিলগ্নে সবাইকে এককাতারে এসে তৃনমুল থেকে সংগঠনকে শক্তিশালী করার আহবান জানান। তিনি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশের মধ্যে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকার আহবান জানান। ইফতারের পূর্বে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দেশের শান্তি ও কল্যান কামনা করে মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ আব্দুস সাত্তার।