বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে দিনাজপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

মো:সালাম রাব্বানী দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

মো:সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (১১ মার্চ২০২৫ ) জুমার নামাজের পর দিনাজপুর শহরের প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, “ফিলিস্তিনের নিরীহ মানুষদের ওপর অব্যাহত হামলা মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিশ্ব সম্প্রদায়কে এ বিষয়ে কঠোর অবস্থান নিতে হবে।”

বিক্ষোভ মিছিলটি দিনাজপুরের কেন্দ্রীয় একটি স্থান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশ শেষে নেতারা ইসরাইলের আগ্রাসন বন্ধের দাবি জানান এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ