মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)।
ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাত্র জনতার উদ্যোগে পৌরসদরসহ উপজেলার কয়েকটি ইউনিয়নে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১ মার্চ) জুম্মা নামাজের পর ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে পৌরসদরে ছাত্র জনতার উদ্যোগে চট্টগ্রাম উত্তর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি ও উপজেলা জামায়াতের সাবেক আমীর এড. মাওলানা তাওহীদুল হক চৌধুরীর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক কাউন্সিলর রায়হান উদ্দিন, এড. মোঃ আশরাফ উদ্দিন,উপজেলা যুব বিভাগের সেক্রেটারী পেয়ার আহাম্মেদ পেয়ারু, নকীব সামাজিক সংগঠনের সভাপতি মো. নাজিম উদ্দিন, সেক্রেটারী রাফীদুল ইসলাম রাফী, জাতীয় নাগরিক পার্টির জেলা নেতা মো. ইমরান হোসেন, সমন্বয়ক রানাসহ প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
অপরদিকে কুমিরা ইউনিয়নে ছাত্র সমাজ,সাধারণ মুসল্লী এবং সীতাকুণ্ড ওলামা পরিষদের সভাপতি মাওলানা জসিম উদ্দিন এর নেতৃত্বেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছোট কুমিরা বাস স্ট্যান্ড এর সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।পরে মাওলানা জসিম উদ্দিন সকল ফিলিস্তিনি ও গাজাবাসী এবং সকল মুসলিম উম্মার জন্য সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত করা হয়।