শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে সাধারণ মুসলিম তাওহীদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি যুদ্ধবিরতি ভঙ্গ করে চালানো ইসরায়েলি হামলায় চার শতাধিক নিরীহ ফিলিস্তিনি নিহত হওয়ায় এই বিক্ষোভের আয়োজন করেন।

শুক্রবার (২১ মার্চ) রাত ২টা থেকে উপজেলার কুমিরা ইউনিয়নস্হ ছোট কুমিরা বাস স্ট্যান্ড এর চত্বরের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি গুল আহমদ প্রদক্ষিণ করে ছোট কুমিরা বাস স্ট্যান্ড গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে কুমিরা ইউনিয়ন এর প্রতিটি সাধারণ মুসল্লী থেকে শুরু করে ছোট বড় সবাই এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। এই বিক্ষোভ মিছিলে স্লোগানে ফোটে আসে “ফ্রি ফ্রি প্যালেস্টাইন,” “ফিলিস্তিন মুক্তি পাক,” “ইসরায়েল নিপাত যাক,” “গাজাবাসী মুক্তি পাক,” “ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও” স্বপ্ন দেখি প্রতিদিন স্বাধীন হবে ফিরিস্তিন” মুসলমানরা দিচ্ছে ডাক ফিলিস্তি জিন্দাবাদ”—এমন নানা স্লোগান দিতে দিতে এগিয়ে যান।

সমাবেশে সাধারণ মুসল্লীরা বলেন, “যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলা বর্বরতার চূড়ান্ত প্রকাশ। আমরা এই নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। চার শতাধিক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল মানবতাবিরোধী অপরাধ করেছে, যা ক্ষমার অযোগ্য। নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।”

তারা আরও বলেন, “বিশ্ব মানবতার এই সংকটে আমাদের নীরব থাকা উচিত নয়। নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

বিক্ষোভ মিছিলে কুমিরার বিভিন্ন মসজিদ থেকে নামাজ শেষ করে সাধারণ মুসল্লীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ