বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভ্যান চালক গ্রেফতার 

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩৮৭ বার পড়া হয়েছে

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জসিম মোল্যা (২৮) নামে এক ভ্যান চালকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। 
শুক্রবার (২১ মার্চ) বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। সে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের বাবুল মোল্যার ছেলে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে জসিম মোল্যা ভ্যান চালিয়ে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাকা গ্রামে যায়। 
পরে ঐ গ্রামের একটি বাড়িতে পানি খাওয়ার উদ্দেশ্যে গিয়ে ১৩ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই কিশোরীর মা পাশের বাড়ি থেকে এসে দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে জানালে ভ্যান চালক জসিমকে হাতেনাতে ধরে লোহাগড়া থানা পুলিশকে খরব দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে অভিযুক্ত ভ্যান চালককে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে জসিম মোল্যা নামের এক ভ্যানচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন। 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ