মোঃ আশরাফুল ইসলাম
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি।
দিনাজপুরের ফুলবাড়িতে তৌহদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ফুলবাড়ী নিমতলা মোড় জামে মসজিদ এর সামনে থেকে শুরু করে শহরে প্রধান প্রধান সড়ক গুলি প্রদিক্ষীন করে ফুলবাড়ীর শাপলা চত্বর হয়ে নিমতলা মোড়ে এসে সমাহিত হয় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর ফুলবাড়ী শাখার আমির মোহাম্মদ হাবিবুর রহমান ,
আমিন বিন আমজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন
খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা নুরুজ্জামান, নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহদাত উল্লাহ, ফুলবাড়ী ইসলামী আন্দোলনের সভাপতি রবিউল ইসলাম, আনজুমানে এত্তেহাদুল উলামার সাধারণ সম্পাদক মুফতি নজিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী একাডেমির পরিচালক মুফতী তোফায়েল আহমেদ, জামাতে ইসলাম ফুলবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, ছাত্র শিবিরের দিনাজপুর জেলা সভাপতি মোঃ সাজু, নবীন আলেমেদ্বীন জাকির হাবিব, জেড ফোর এর ফুলবাড়ী শাখার প্রতিনিধি ইমরান চৌধুরী , ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামস, নাগরিক কমিটি ফুলবাড়ি শাখার প্রতিনিধি ইমরান চৌধুরী নিশাত, প্রতিনিধি আহমেদ জাকির,
জেড ফোর্সের সদস্য হারুনুর রশিদ সহ কয়েক হাজার মুসল্লী বৃন্দ অংশগ্রহণ করে।
মোনাজাত পরিচালনা করেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা ইউনাইটেড হাসপাতাল জামে মসজিদ এর সম্মানিত খতিব পীর সাহেব মোনাজাতে বলেন ফিলিস্তিনি ও ভারতীয় মুসলিমদের উপর হত্যা নির্যাতন জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহবান জানিয়ে সারা বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। সেই সঙ্গে ফিলিস্তিনি নিরীহ অসহায় মুসলিম ভাইদের প্রতি দোয়া ও মাগফেরাত কামনা করেন।