মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে বহুল প্রতীক্ষিত ফেরি চলাচল পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে আগামী ২০ মার্চ। এ লক্ষ্যে ফেরিঘাট নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. আফজাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দ্বীপ উপজেলা সন্দ্বীপ থেকে মূল ভূখণ্ডে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে ফেরি সার্ভিস না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছিল স্থানীয় বাসিন্দারা। এতে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছিল।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান দ্বীপের মানুষের দুর্ভোগ লাঘবে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেন। তার প্রত্যক্ষ তদারকিতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ফেরি চলাচলের অবকাঠামোগত নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
বিআইডব্লিউটিএ চট্টগ্রামের উপ-পরিচালক মো. কামরুজ্জামান জানান, বাঁশবাড়িয়া ফেরিঘাট নির্মাণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। আজ ১৯ মার্চ প্রাথমিক ট্রায়াল চালানোর পরিকল্পনা শেষ করা হয়েছে।
আগামী কাল ২০ মার্চ আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিস উদ্বোধনের করা হবে ।
ফেরি চলাচল শুরু হলে সন্দ্বীপের লাখো মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।