বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

চৌগাছায় দুই গরুচোর আটক, পুলিশের সফল অভিযান

মোঃ আসিফ ইকবাল যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

মোঃ আসিফ ইকবাল
যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলায় গরু চুরির ঘটনায় দুই চোরকে আটক করেছে চৌগাছা পুলিশ। চৌগাছা থানার ওসি মোঃ আনোয়ার হোসেন ও তিনার সঙ্গীয় ফোর্সের রাতদিন অক্লান্ত পরিশ্রমের ফলে চোরদের আটক করা সম্ভব হয়েছে।

জানা যায়, সম্প্রতি চৌগাছা এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে গিয়েছিল। এ বিষয়ে পুলিশ সতর্ক নজরদারি চালিয়ে আসছিল। গতকাল রাতে বিশেষ অভিযানের মাধ্যমে দুই চোর বাবুল শেখ (৪২) ও বশির শেখ (৪২) কে হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে চৌগাছা থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, “অপরাধ দমনে আমরা সবসময় তৎপর। জনগণের সহযোগিতা থাকলে ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব হবে।”

স্থানীয়রা পুলিশ প্রশাসনের এই সফল অভিযানের প্রশংসা করেছেন এবং থানার কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ