বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন

ক্রিকেটার ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশ, বিমানবন্দরে ১৫ বাংলাদেশি আটক

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।

ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশের সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৭ মার্চ ) তাদের আটক করে সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা বিভাগ।

মঙ্গলবার (১৮ মার্চ) একেপিএস এক বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেট দলের ছদ্মবেশে ১৫ জন বাংলাদেশির মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়।

একেপিএস জানিয়েছে, ১৫ জনের দলটি ক্রিকেটারদের পোশাক পরে এবং টুর্নামেন্টের আমন্ত্রণপত্র উপস্থাপন করে কর্তব্যরত কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তবে, তদন্তে দেখা গেছে যে চিঠিটি ভুয়া। দাবি করা হয়েছে, ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত কোনো ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার কথা ছিল না।

গত সোমবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাদের আটক করা হয়। অবশ্য আটক বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস)।

বিবৃতিতে বলা হয়, ১৫ জনের দলটি একটি টুর্নামেন্টের আয়োজনপত্র উপস্থাপন করেছে, যা দেশটির পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের সমর্থন পেয়েছে বলে দাবি করা হয়েছিল। কিন্তু পর্যালোচনার পর দেখা গেছে নথিটি জাল। এমনকি আগামী ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত কোনো ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার সূচি সেখানে নেই।

একেপিএস আরও জানিয়েছে, কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের জন্য ক্রীড়া ভিসার অপব্যবহারের চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এরই মধ্যে সংস্থাটি অভিবাসন বিভাগকে গোষ্ঠীটির জন্য ‘নট টু ল্যান্ড’ (এনটিএল) নোটিশ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় একেপিএস।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ