মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন ঐতিহ্যবাহী মছজিদ্দা উচ্চ উচ্চ বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ (সোমবার ) বিকাল ৩ টায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদিনাথ চক্রবর্তী সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সঞ্জয় কুমার দাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জনাব লোকমান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল জনাব নুরুন্নবী সাহেব,এতে আরও উপস্থিত ছিলেন লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন,বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা জনাবা তামান্না,মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শ্রীযুক্ত বাবু তপন দাশসহ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং শিক্ষিকা মন্ডলীগণ।
২০২৫ শিক্ষাবর্ষের নবীন ও এস এস সি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লোকমান মিয়া বলেন,যা আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোকোজ্জ্বল পথে নিয়ে যায়। যারা আজ বিদায় নিচ্ছ, তারা শুধু শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছ না, বরং একটি নতুন জীবনের পথে পা রাখছ। জীবন তোমাদের সামনে অনেক সুযোগ এনে দেবে। কিন্তু মনে রাখবে, সাফল্য কেবল সেই ব্যক্তির হাতে থাকে, যিনি চেষ্টা করতে কখনও থামেন না।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আদিনাথ চক্রবর্তী বলেন,তোমরা আজ যে শিক্ষা অর্জন করেছ, তা তোমাদের জীবনের মূল স্তম্ভ হয়ে দাঁড়াবে। নতুন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, তবে নিজের আত্মবিশ্বাস এবং সাহসকে কখনো হারাবে না। বিশ্ব তোমার অপেক্ষায় আছে। তোমরা যখন নিজেদের প্রতিভা এবং দক্ষতা নিয়ে সামনে এগিয়ে যাবে, তখনই বিশ্ব তোমাদের স্বীকৃতি দেবে।
এটি একটি বিদায়ের মুহূর্ত—শোকের একটি ছায়া আমাদের মনে। তবে এটিও একটি নতুন সূচনার সুযোগ। যেমন কবি বলেছেন, “বিদায় এ আমার, নাহি নয় এ শেষ কথা;
শিক্ষক হিসেবে আমি প্রত্যেকের জন্য দোয়া করি। তোমরা সকলেই উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাও। নতুন করে গড়ে তোলো নিজেদের, এবং কখনও ভুলবে না, যে শিক্ষা তোমরা পেয়েছে, তা জীবনের প্রতিটি পদক্ষেপে তোমাদের সঙ্গী হবে।
আগামীর বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আমার প্রিয় ছাত্র-ছাত্রীরা সবসময় সজাগ থাকবে। সকল অন্যায়, অপশাসন, অনিয়ম, দুর্নীতি বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করবে আমার এই প্রজন্মের শিক্ষার্থীরা। বন্ধ হবে সকল জুলুম, নির্যাতন; আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির, মানবিকতার।