মো:সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরল উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে ইউনিয়নের প্রতিটি মসজিদের ইমামদের মাঝে জায়নামাজ ও টুপি উপহার হিসেবে প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এ ধরনের দোয়া ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।