চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চিতলমারী উপজেলা শাখার ৫ নং সদর ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) চিতলমারী সরকারি সামছুন্নেছা মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয় সেমিনার কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভোটে সভাপতি পদে দোয়াত কলম প্রতীক নিয়ে মোঃ মনিরুজ্জামান খান ২২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছাতা প্রতীকের মোহাম্মদ মোতালেব শেখ পেয়েছেন ২১৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে কলস প্রতীকে মোক্তার সরদার ২৮২ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল প্রতীকের মোঃ আউলিয়া শেখ পেয়েছেন ১৩৮ ভোট।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আম প্রতীকে রফিকুল শেখ ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মাছ প্রতীকের কামরুল তালুকদার ১২৯ ভোট পেয়েছেন।
এই নির্বাচনে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৪৭ জন ভোটার তাঁদের ভোট প্রয়োগ করেন। #