শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে পাওনাদারের ঋণের চাপ সইতে না পেরে এক ক্ষুদ্র ব্যবসায়ীর আত্মহত্যা

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম):
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাঁশবাড়ীয়া ইউনিয়ন এর ১নং ওয়ার্ড পূলিন মিস্তিরি বাড়ির স্বপন সূত্রধরের বড় সন্তান টিটু সূত্রধর(৩৮) সংসারের জীবিকার তাগিদে ছোট একটি দোকান দিয়ে ব্যবসা শুরু করেন টিটু সূত্রধর। দীর্ঘ বছর যাবৎ ব্যবসায় করতে গিয়ে বিভিন্ন লোকশান ও বাকিতে বিভিন্ন মালামাল বিক্রয়ের ফলে অনেক ঋণগ্রস্ত হয়ে পড়ে।বিভিন্ন পাওনাদারের টাকার চাপ সইতে না পেরে অবশেষে আজ রবিবার দুপুর ২ টার সময় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বিষপ্রাণ করে আত্নহত্যার পথ বেচে নেন।

পারিবারিক সূত্রে জানা যায়,টিটু সূত্রধর বাঁশবাড়ীয়া ইউনিটেক্স মিলস’র পশ্চিম পাশে চৌধুরী মার্কেটে একটি দোকান করেন।দীর্ঘ বছর যাবৎ দোকান করতে গিয়ে বাকিতে মালামাল বিক্রির টাকা আদায় করতে না পারায় এবং মালামাল ক্রয় করতে গিয়ে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়ে টিটু সূত্রধর। একদিকে বাকি দেওয়ার টাকা আদায় করতে না পারা আর অন্যদিকে পাওনাদারের টাকার চাপ সইতে না পেরে শেষমেষ আত্মহত্যা পথ বেছে নেন তিনি।আজ দুপুর ২ টার সময় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বিষপ্রাণ করলে পরে স্থানীয় লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।সন্ধ্যা ৭টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান,টিটু সূত্রধর চৌধুরী মার্কেটের বেশ পরিচিত একটি মুখ।চৌধুরী মার্কেটের সকলের সাথে তার ভালো একটি সম্পর্ক। বিভিন্ন পরিচিত মানুষকে বাকিতে মালামাল বিক্রি করতে গিয়ে তিনি দোকানের মূলধন হারিয়ে ফেলে। সামনে ঈদ দোকানে মালামাল তোলতে অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েন।আর এই পাওনাদারের টাকা পরিশোধের চাপ দিতে থাকে।এতে সে নিজের মনোবল হারিয়ে ফেলে।গতকয়েক দিন ধরে হতাশা হতাশা দেখা যায়।টিটু সূত্রধরের পরিবারে বাবা,মা,স্ত্রী, দুইটি মেয়ে রয়েছে।তার মৃত্যুতে মার্কেটের সকলে অনেক মর্মাহত।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ